ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মওদুদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৪ মার্চ ২০২১ | আপডেট: ১০:২৩, ৪ মার্চ ২০২১

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ময়মনসিংহের উদ্যোগে দ্রুত বিচার ট্রাইবুনালে অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমেদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ছোটবাজার অগ্রণী ব্যাংক ভবনের সামনে মুক্তিযোদ্ধা স্মরণিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক এবং রুপালী ব্যাংক ইউনিটের আহ্বানে আয়োজিত এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ কুদ্দুছ, অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা, ময়মনসিংহের জোনাল হেড নুরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর জনাব মারুফ মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম সাগর, বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক।  

এ সময় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক ময়মনসিংহ ইউনিটের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, রুপালী ব্যাংকের সভাপতি কৃষিবিদ রাজন দাশ ও সাধারণ সম্পাদক মীর আবু নাসের জয়, অগ্রণী ব্যাংকের সভাপতি খন্দকার নাজমুস সাকিবসহ সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা করোনাকালীন সংকটে ব্যাংকারদের নিরলস সেবাদান এবং বৈদেশিক রেমিটেন্স এর মাধ্যমে দেশের অগ্রযাত্রায় ব্যাংকারদের ভূমিকা তুলে ধরেন। সেই সাথে মওদুদ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ অগ্রণী ব্যাংক ময়মনসিংহ  ইউনিটের সাধারণ সম্পাদক মো: রিয়াদুল আহসান নিপু।

কর্মসূচি শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, প্রয়াত শেখ মওদুদ আহমেদসহ দেশের জন্য কাজ করা সকলের মঙ্গল কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি মোহাম্মদ আজিজুল হক।

উল্লেখ্য, মাত্র ৪০ দিন বয়সী শিশু কন্যাকে রেখে কর্মসূত্রে সিলেটে অবস্থানকারী ময়মনসিংহের আনন্দমোহন কলেজের প্রাক্তন ছাত্র শেখ মওদুদকে ভাড়া নিয়ে তর্কের এক পর্যায়ে সিএনজি চালক নামধারী সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে। এরপর থেকে সারা দেশব্যাপী রাজপথে প্রতিবাদ জানিয়ে আসছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি