ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

রামুতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ৪ মার্চ ২০২১

নিহত দেলোয়ার হোসেন (২৮)

নিহত দেলোয়ার হোসেন (২৮)

কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

বুধবার (৩ মার্চ) রাত ১১টার দিকে র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মুশফিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে রামু রাবার বাগানের ভিতরে পাহাড়ের ঢালে ইয়াবা পাচারের খবরে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। এসময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারি। পরে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা, অস্ত্র ও দেলোয়ারের মরদেহ পাওয়া যায়।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি