ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দোহারে ৩০ কেজি জাটকা জব্দ

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ৪ মার্চ ২০২১

ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করেছে কুতুবপুর নৌ ফাঁড়ির পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারের নেতৃত্বে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়।

কুতুবপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ সামছুল আলম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারকে সাথে নিয়ে মৈনট ঘাটে অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা জাটকা ফেলে পালিয়ে যায়। 

পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি