ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে বিদ্যুৎ চুরির মহোৎসব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৫ মার্চ ২০২১ | আপডেট: ১১:৩২, ৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ময়মনসিংহ রেলওয়ে এলাকায় বাসাবাড়ি ও দোকনপাটে বিদ্যুৎ চুরির মহোৎসব চলছে। অভিযোগ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে স্থানীয় রেলওয়ের কর্মচারীরা মিটার ছাড়াই অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে। এসব সংযোগ বিচ্ছিন্নের কোনও উদ্যোগ নেই কর্তৃপক্ষের। 

ময়মনসিংহ রেলওয়ের আবাসিক এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এভাবেই হিটাারে রান্না করাসহ পাখা ও বাতি ব্যবহার করছেন। হোটেল এবং দোকানপাটেও ব্যবহার করা হচ্ছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। 

অবৈধ বিদ্যুৎ সংযোগকারিদের দাবি, বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ম্যানেজ করেই বিদ্যুৎ ব্যবহার করছে তারা। 

ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় আবাসিক ৩০০ ও বাণিজ্যিক ৫ জন বৈধ গ্রাহক রয়েছে। অবৈধ সংযোগ পাঁচ শতাধিক। 

বিদ্যুৎ চুরির কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিদ্যুৎ বিভাগ। 

ভিডিও...

একে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি