ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাজেট পেশের পর হিলি স্থলবন্দরে ৩ শতাধিক পন্যবাহী ট্রাক আটকা পড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২ জুন ২০১৭ | আপডেট: ১৪:২১, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের কারনে পন্য ছাড় না দেয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা ৩ শতাধিক পন্যবাহী ট্রাক আটকা পড়েছে ।
শুক্রবার সরকারী ছুটির কারনে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের কার্যক্রম, ফলে ব্যবসায়ীরা পন্য খালাস করতে পারছেন না। কাষ্টমস কর্তৃপক্ষ জানায়, বাজেটের কারনে পন্যের আমদানি বা রফতানিতে শুল্ক কম বেশি হওয়ার সম্ভাবনা থাকায় জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত সার্ভার বন্ধ ছিল। এর ফলে হিলি স্থলবন্দর কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জিম্মানামা নিয়ে বিশেষ ব্যবস্থায় পেঁয়াজগুলো ছাড় দেওয়া হয়েছে। এদিকে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্র“পের সভাপতি জানান, টানা দুদিন বন্দরে পন্য আটকা পড়ে থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি