ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কমলগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৭, ৫ মার্চ ২০২১ | আপডেট: ১৮:৩৯, ৫ মার্চ ২০২১

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সিটি লভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভরা নিয়ে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত অটোরিকশাচালক জলিল মিয়া (২৬) আলীনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ১০টায় এই ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুহেল রানা জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন বৃহস্পতিবার রাতে সিএননজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি অটোচালক জলিল মিয়া(২৬)। এ নিয়ে গ্যাস ভরতে আসা কমলগঞ্জ সদর ইউনিয়নের একটি কারের চালক ও কার মালিকের সাথে সিএনজি অটোচালক জলিলের তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। এসময় কারচালক ফোন করে কমলগঞ্জ থেকে একদল যুবককে ঢেকে আনেন। আগত যুবকরা এসেইে সিএনজি অটোচালক জলিলকে উপর্যপরিভাবে ছুরিকাঘাত করে। এসময় ভাইকে বাঁচাতে আসা কাশেম মিয়াকেও মারধর করা হয়।

এ ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় অটোচালক জলিল মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, অটোচালকের দেহে অসংখ্য ছুরিকাঘাত ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দঃখজনক। এটা একেবারে ফিল্মী কায়দায় একদল যুবককে ডেকে এনে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হলো।

ওসি তদন্ত সোহেল রানা জানান, লাশ সিলেট থেকে আসার পর তার পরিবারের লোকজন এসে মামলা করবে। আসামি ধরার জন্য ইতিমধ্যেই তারা অভিযান শুরু করেছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি