ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নওগাঁয় মুজিববর্ষ ক্রিকেটে জেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১১, ৬ মার্চ ২০২১

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মুজিব শতবর্ষে শতবলের ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় শত রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসন একাদশ। শুক্রবার (৫ মার্চ) বিকেলে জেলা স্টেডিয়ামে ব্যতিক্রমী এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসনের নবম ও তদূর্ধ্ব গ্রেড কর্মকর্তাদের নিয়ে গঠিত ৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় জেলা প্রশাসন একাদশ দল ১০১ রানে জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগ একাদশকে হারিয়ে বিজয়ী হয়। 

জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন-অর-রশীদ। গত ১৯ ফেব্রুয়ারী  টুর্নামেন্টটি শুরু হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি