ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পানের বরজ নিয়ে সংঘর্ষে নিহত ১

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৭, ৬ মার্চ ২০২১

রাজশাহীর দুর্গাপুরে পানের বরজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাহবুবুর রহমান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, গুরুতর আহত অবস্থায় মাহবুবকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মিঠুন আরও বলেন, বাড়ির পাশে তাদের পানের বরজ আছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনি এখন পানের বরজের ভাগ চান। এ নিয়ে সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহবুবের বুকে আঘাত করেন। এতেই তিনি গুরুতর আহত হন। 

দুর্গাপুর থানার ওসি হাসমত আলী বলেন, পানের বরজের সীমানার মাত্র এক হাত জায়গার জন্য এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত মাহবুবের লাশ রাজশাহী মেডিকেলের মর্গে ময়না তদন্ত করা হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি