ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঝালকাঠি পৌর নির্বাচনে দলের মনোনয়ন ফরম নিলেন বর্তমান মেয়র

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ৬ মার্চ ২০২১

আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

শনিবার (৬ মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
 
এ বিষয়ে ঝালকাঠি শহর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদার জানান, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে ঝালকাঠি পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থী হিসাবে এককভাবে তার নাম প্রস্তাব প্রেরণ করে জেলা ও পৌর আ’লীগ। সে অনুযায়ী ঝালকাঠি আওয়ামী লীগের অভিভাবক ও জাতীয় নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সাথে পরামর্শ করে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মু: মুনিরুল ইসলাম তালুকদারসহ ঝালকাঠি জেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি