ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লালপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ৭ মার্চ ২০২১

নাটোরের লালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন কবির (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত এনজিও কর্মী শাহীন কবির বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ি গ্রামের জমশেদ আলীর ছেলে।

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শাহীন কবির ব্র্যাক এনজিও'র কর্মী ছিলেন। চাকরি জনিত কারণে তিনি আজ রোববার সকালে ঈশ্বরদী থেকে রাজশাহীর পবায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ লালপুর সড়কে ইঞ্জিনচালিত নসিমনের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি