ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের নিচে ঝাঁপিয়ে প্রাণ দিল প্রতিবন্ধী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৬, ৮ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়ে প্রাণপাত করেছে সোহেল রানা (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী। আজ সোমবার সকাল ৮টায় দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহেল রানা একজন মানসিক প্রতিবন্ধী। বেশ কয়েক বছর থেকে সে অসুস্থ। তারপর থেকে মুক্তারপর গ্রামের মামা মিন্টু মিয়ার বাড়িতেই ছিলো সে। আজ সকালে চায়ের দোকানে বসেছিল সে। একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৫৪৮১) আসতে দেখে তার নিচে ঝাঁপ দেয় সোহেল। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। ট্রাক চালকের কোনও অপরাধ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি