ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফতুল্লায় সিলিণ্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ একই পরিবারের ৬ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৩, ৯ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ছয় তলা বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে মাসদাইরের পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সাজার্রি ইনস্টিটিউট এ ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- পোশাক কারখনারা শ্রমিক মো. মিশাল (২৬), তার স্ত্রী মিতা বেগম (২৩) কন্যা আফসানা আক্তার (৪) দেড় বছরের শিশু মিনহাজ, মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মো. মাহফুজ ও সাব্বির হোসেন (১৫)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, গ্যাস সিলিণ্ডার বোতল থেকে গ্যাস নির্গত হয়ে ফ্ল্যাটে জমে এ বিস্ফোরণের ঘটে। এতে একই পরিবারের নারী শিশুসহ ৬ জন দগ্ধ হন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সাজার্রি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। 

আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুঁড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি