ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বন্দরে গার্মেন্টসকর্মীকে ধর্ষণচেষ্টা, যুবককে গণধোলাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ৯ মার্চ ২০২১

নারায়ণগঞ্জ বন্দরে এক গার্মেন্টস কর্মীকে (২২) ধর্ষণের চেষ্টাকালে রিয়াজউদ্দিন (২৬) নামে এক যুবককে হাতে নাতে ধরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গত রোববার দিবাগত (৭ মার্চ) রাতে বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃত রিয়াজউদ্দিন কুমিল্লার দাউদকান্দির সরকার কান্দি এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তাকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, রোববার গার্মেন্টস ছুটি হওয়ার পর রাত ৮টার দিকে ওই গার্মেন্টস কর্মী দাসেরগাঁ-লাঙ্গলবন্দ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দাসেরগাঁ এলাকায় নির্জন রাস্তায় একা পেয়ে রিয়াজউদ্দিন ওই গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে রিয়াজউদ্দিনকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি