ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে পৌর কমিউনিটি সেন্টারের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ৯ মার্চ ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরবাসীর জন্য সাশ্রয়ী মূল্যে কমিউনিটি সেন্টারের উদ্বোধন  করা হয়েছে। পৌরসভার জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের এবং প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে মহসিন মিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমতি ও হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধুর সভাপতিত্বের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ।

পৌর মেয়র মহসীন মিয়া জানান, মহসিন অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারের অডিটরিয়াম অনেক আগে চালু হলেও কমিউনিটি সেন্টারটি এখন সম্পন্ন হয়। এটিতে এলাকার জনগণ সাশ্রয়ী মুল্যে তাদের বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে শহরে জলবদ্ধতা নিরসন প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতার ৯০ ভাগই কমে যাবে।

শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ড্রেন ও ১৪ কোটি টাকা ব্যায়ে ৩ ধাপে তৈরি হয়েছে মহসিন অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি