ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর উপহার বাইসাইকেল পেল ৫০ শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৪, ৯ মার্চ ২০২১

নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বাই সাইকেল পেল ক্ষুদ্র ন-ৃগোষ্ঠির ৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নের জন ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যরনরত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই সাইকেল বিতরণ করা হয়। 

একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের আরও ৭ লাখ টাকার শিক্ষা উপবৃত্তির অর্থের চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী,উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেন,সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার,থানা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন,আদিবাসী সামাজিক সংগঠন উপজেলা পারগানা বাইসি সেবেস্তিয়ান হেমরম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন,আদিবাসী সংগঠক প্রভাষক এসসি আলবার্ট সরেন, ঈশ্বর মার্ডী, রামজনম রবিদাস, জিল্লু মার্ডী, বিশ্বনাথ টুডু প্রমুখ।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি