ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে ফের হকার-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩১, ১০ মার্চ ২০২১ | আপডেট: ০৯:০৮, ১০ মার্চ ২০২১

ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে পুলিশ-হকার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক-পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

উত্তেজিত হকাররা এসময় সড়কের চারটি পয়েন্টে আগুন ধরিয়ে দেয় এবং দুটিসহ চারটি যানবাহন ভাংচুর করে। এতে ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে সড়কের আগুন নেভালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে হকার্স সংগ্রাম পরিষদ। বিক্ষোভ মিছিলটি চাষাঢ়া থেকে কালীর বাজারের দিকে যাওয়ার পথে পানোরামা প্লাজার সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে এসময় হকারদের ছত্রভঙ্গ করে দেয় এবং হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করে নেয়। 

এসময় হকার্স নেতার মুক্তির দাবিতে বিক্ষুব্ধ হকাররা বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জার সামনে সড়ক, শায়েস্তা খান সড়কের মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে সড়কের আগুন নেভায়। পুলিশের ধাওয়া খেয়ে পুনঃরায় সন্ধ্যার দিকে হকাররা শহরের চাষাঢ়া ও মিশনপাড়া এলাকায় কাপড়ে ও কাঠে আগুন ধরিয়ে দেয়। 

হকার-পুলিশ সংঘর্ষের কারণে ওই সড়কে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। সংঘর্ষে পুলিশ-ফটো সাংবাদিকসহ আহত হয়েছে ২০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে। হকাররা আলোচনা সাপেক্ষে না গিয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সড়কে আগুন দেওয়াসহ সহিংসতার পথ বেছে নিয়েছে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। 

তিনি বলেন, পুলিশ ধৈর্য্য ধরেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যারা সহিংসতা করছে এবং সড়কে আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি