ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কয়েলের আগুনে দোকান পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩২, ১১ মার্চ ২০২১

নাটোরের বাগাতিপাড়ায় একটি ভাংড়ির দোকানে আগুন লেগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। মশার কয়েল থেকে এই আগুনের ঘটনাটি ঘটেছে।

বুধবার (১১ মার্চ) মধ্য রাতে উপজেলার তমালতলা বাজারে আরব আলীর ভাংড়ির দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
খবর পেয়ে উপজেলার দয়ারামপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

আরব আলীর ছেলে রিগেন আলী জানান, আগুনে তাদের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি