ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ১১ মার্চ ২০২১

কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলা বারেরায় একটি তিশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে বাসের সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এ ঘটনায় মাহবুব আলম (২০) নামের ১ জন নিহত এবং চালকসহ অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো. মাইনুদ্দিন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ভোর ৪টার সময় এ দুর্ঘটনাটি ঘটে। আহত ৪/৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃদুল কান্তি কুরি জানান, ভোরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সাথে ধাক্কা খায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়। এর মধ্যে ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা দুর্ঘটনায় পতিত বাসটিকে উদ্ধারের চেষ্টা করছি। 

এদিকে আহতদের মধ্যে বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম নামে একজন যাত্রী মারা যান। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগরের ভাঙ্গুরায়।
এএইচ/ এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি