ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে খাদ্যের নিরাপত্তা বিষয়ক কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪২, ১১ মার্চ ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোভিড ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে  রিসোর্ট ভিত্তিক রেস্টুরেন্ট সমুহে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স রুমে এর আয়োজন করে বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মোসা।  

মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন খাদ্য নিরাপত্তা অধিদপ্তরের মনিটরিং অফিসার ইসফাক ওহাহেদ বিন রহিম, গ্র্যান্ড সেলিম এর চেয়ারম্যান সেলিম আহমদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, নিসর্গ ইকো কটেজের সত্তাধিকারী সামছুল ইসলাম ও গ্রীণলিফের পরিচালক এসকে দাশ সুমন প্রমূখ ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি