ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন

বেনাপোল প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:২৩, ১১ মার্চ ২০২১

বেনাপোল স্থলবন্দরের দ্বিতীয় বৃহওম সংগঠন ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সমিতির নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান ট্রান্সপোর্ট সমিতির নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার দিলীপ কুমার চক্রবর্তী।

গত ৬ মার্চ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করে। দুটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেয়। এতে সমমনা পরিষদ থেকে এ,কে,এম, আতিকুজ্জামান সনি সভাপতি পদে ও ঐক্য পরিষদের প্যানেল হতে আজিম উদ্দিন গাজি সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন।

নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি ইদ্রিস আলী (ইদু), মশিয়ার রহমান, যুগ্ন-সাঃ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান (সুমন), অর্থ সম্পাদক মুছা করিম, পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান (আসাদ), দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম (রিপন), কার্যকরী সদস্য রাজু আহম্মেদ ও আহসান হাবিব। এই ১১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছর তাদের দায়িত্ব পালন করবেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি