ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন, শিশুসহ নিহত ২, আহত ২১

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৯, ১২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী মতলব এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী বাসটির সামনের অংশে চলন্ত অবস্থায় আগুন লেগে গেলে চালক দ্রুত বাসটিকে রাস্তার পাশে থামায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীরা জানালার কাঁচ ভেঙ্গে বের হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একজন পুরুষ অপর এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২১ জন।

নিহতরা হলো- দাউদকান্দি উপজেলার তিনপাড়া এলাকার আহমদ উল্লার ছেলে রফিকুর ইসলাম ও একই উপজেলার দলুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের সাড়ে ৪ বছরের শিশু সাফিন। আহতদের মধ্যে ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি