ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বগুড়ায় ঘাস ক্ষেতে মিলল বাবুর্চির মরদেহ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৯, ১২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বগুড়ায় ঘাসের ক্ষেত থেকে জাহাঙ্গীর প্রামাণিক (৫০) নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের দোবাড়িয়া পশ্চিমপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর দোড়াবাড়িয়া গ্রামের মৃত বদির উদ্দিনের ছেলে। জাহাঙ্গীর বাবুর্চির কাজের পাশাপাশি ভ্যানও চালাত।

জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে ওই এলাকার লোকজন দোবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের নেপিয়ার ঘাস চাষীরা জমিতে তার মরদেহ দেখতে পায়। এ খবর জানাজানি হলে গ্রামের শত শত মানুষ সেখানে ভীড় জমায়। গ্রামের লোকজনই মরদেহটি জাহাঙ্গীরের বলে শনাক্ত করে। 

নিহতের পরিবারসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে রান্নার কাজের কথা বলে কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় বাবুর্চি জাহাঙ্গীর প্রামাণিক।

লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফতুন আহম্মেদ বলেন, মরদেহে তেমন কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহের পার্শ্বেই তার ব্যাগটি পড়ে ছিল। ধারণা করা হচ্ছে- রাতে দুর্বৃত্তরা মরদেহ ঘাসের জমিতে ফেলে রেখে গেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জাহাঙ্গীরের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি