ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সরাইলে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ১২ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর এবং ৩টি গরু ভস্মীভূত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মুসলিম পাড়ার টুনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ক্ষতিগ্রস্ত টুনু মিয়া বলেন, ভোররাতে তিনি হঠাৎ দেখতে পান তার বসত ঘরে আগুন লেগেছে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সারা ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌছার আগেই বসতঘরে পাশে একটি রুমে থাকার তিনটি গরু সম্পূর্ন ভস্মিভূত হয়। তিনি জানান, এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে সরাইল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. কাউছার বলেন, আমরা গিয়ে দেখি সম্পূর্ন ঘর ও তিনটি গরু পুড়ে গেছে। তিনি বলেন, ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।

এ ব্যাপারে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খোকনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি