বগুড়ায় কয়েল কারখানায় আগুন, নিহত ১
প্রকাশিত : ১৩:২৬, ১৩ মার্চ ২০২১
বগুড়ার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার শিকারপুর এলাকার সুপার মশার কয়েল নামের ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানিয়েছে, সকাল ৭টার দিকে স্থানীয়রা কয়েল কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাদেরকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ভেতরে ঢুকে তারা কারখানার নৈশপ্রহরী বেলাল হোসেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার উপ-পরিচালক বজলুর রশিদ জানান, প্রাথমিক ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।
এএইচ/এসএ/
আরও পড়ুন