ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

র‌্যাব ও বিজিবির অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার, আটক ২

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১৩ মার্চ ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় র‌্যাব ও বিজিবির পৃথক অভিযানে বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়।

চান্দুড়িয়া সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭ বোতল বাংলা মদ উদ্ধার করে। এ সময় শাহ আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে উপজেলার চান্দুড়িয়া গ্রামের শের আলীর ছেলে। এ ঘটনায় বিওপির হাবিলদার সাঈদ সরদার বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপর এক অভিযানে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা খাদ্য গুদামের সামনের রোড় থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হারা পরামানিক (২৬) নামে এক যুবক কে আটক করে। সে পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত লক্ষণ পরামানিকের ছেলে। এ ঘটনায় সাতক্ষীরা র‌্যাব-৬ ক্যাম্পের এসআই সানাউল্লাহ বাদি হয়ে কলারোয়া থানায় একটি মামলা করেছেন। 

এ বিষয়ে শনিবার (১৩ মার্চ) সকালে থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি