ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে গ্যাস লাইন বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ১৩ মার্চ ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ভূঁইয়াপাড়া এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। 

আজ শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিদগ্ধরা হলেন- সুমন মিয়া, তার স্ত্রী মরিয়ম বেগম এবং একমাত্র শিশু পুত্র সাকিন।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় জাকির হোসেনের একতালা ভাড়া বাড়িতে ডিবিএল গ্রুপের শ্রমিক সুমন মিয়া কয়েল জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এসময় সুমন মিয়াসহ তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম ও শিশু পুত্র আগুনে দগ্ধ হয়। 

এছাড়া এই ঘটনায় তাদের রুমের দরজাসহ দুই সাইডের দেয়াল বাইরের দিকে ধসে পড়ে। পরে বিকট শব্দ পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি