ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় গাছ চাপায় প্রাণ গেল শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ১৩ মার্চ ২০২১

কুমিল্লার বুড়িচংয়ে গাছ চাপা পড়ে জামাল হোসেন নামে এক মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় উপজেলার ইন্দ্রাবতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন পার্শ্ববর্তী শিকারপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল হোসেনসহ অন্যান্য শ্রমিকরা মিলে একটি পুকুরে মাটি কাটার কাজ করছিলো। সকাল ৯টায় কাজের বিরতি দিয়ে পুকুর পাড়ের একটি বড় গাছের কাঁটা অংশের নিচে বসে ভাত খাওয়ার সময় গাছটির কাঁটা অংশটি মাটিসহ হঠাৎ করে উপড়ে পড়ে তাদের উপর। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জামাল হোসেন। 

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, আমি খবর পেয়েছি। ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। আসলে কিভাবে মারা গেছে এ বিষয়ে জেনে বিস্তারিত পরে বলা যাবে।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি