ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে শেষ হলো দুই দিন ব্যাপী সাহিত্য আড্ডা

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:০৮, ১৩ মার্চ ২০২১ | আপডেট: ১৮:০৯, ১৩ মার্চ ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে দুই দিন ব্যাপী সাহিত্য আড্ডা, ছড়া পাঠ ও কৃতী লেখক সম্মাননা। শ্রীমঙ্গল এসকেডি আমার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠান মালায় অর্ধশত কবি সাহিত্যিক ছাড়াও উপস্থিত ছিলেন শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে কবি ও লেখকরা বাংলাদেশের শিশু সাহিত্যের গতিপ্রকৃতি বিষয়ে বিশেষ বক্তব্য তুলে ধরে বলেন, বর্তমান মোবাইলের যুগে শিশুদের সাহিত্য বিকাশ ক্ষয়ষ্ণুর পথে।

অনুষ্ঠান মালার শেষ পর্বে শুক্রবার রাতে এসকেডি আমার বাড়ির সজল কুমার দাশ এর সভাপতিত্বে বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি সুকুমার বড়–য়া, সুজন বড়–য়া রাশেদ রৌপ ও রহীম শাহ কে সম্মাননা তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, ঢাকার সিনিয়র সাংবাদিক রঞ্জন বকশি নুপু, সিনিয়র সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা প্রমূখ।

অনুষ্ঠান শেষে দুদিনই আয়োজন করা হয় স্থানীয় ঐতিহ্যে লালিত লোকনৃত্য ও সংগীতানুষ্ঠান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি