ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৩, ১৩ মার্চ ২০২১

যশোরের শার্শা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব ওই গ্রামের রুহুল কুদ্দুসের (মন্টু) ছেলে।

শিশু শিহাবের পরিবার সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় শিহাব। অনেক সময় পেরিয়ে গেলেও শিহাব বাড়িতে না ফেরায় সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে দুপুরে শিহাবের নিথর মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পথচারিরা খবর দিলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। 

এসময় শিহাবের পরিবার কান্নায় ভেঙে পড়লে মুহূর্তের মধ্যে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা ইউপি চেয়রম্যান সোহরাব হোসেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি