ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ১৩ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

পিরোজপুরের স্বরূপকাঠিতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুকুমার মন্ডল (৬৪) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার দুপুরে উপজেলার দৈহারী গ্রামে ওই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করেছে। 

নিহতের বড় মেয়ে সুমনা মন্ডল জানান, তার বাবা ওই এলাকায় জমি কিনে তার মাকে নিয়ে বসবাস করতো। চাকরি ও লেখাপড়া করার কারণে তারা দুই বোন এলাকায় থাকতো না। জমি ক্রয়ের পর থেকেই প্রতিবেশি মনোরঞ্জন হালদার তাদের বিরোধীতা করে আসছিল।

ওইদিন দুপুরে জমিজমা সংক্রান্ত ব্যাপারে কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মনোরঞ্জন হালদার ও তার ছেলে মনোতাষ হালদার তার বাবা সুকুমারকে কোদাল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত সুকুমার মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত সুকুমারকে উদ্ধার করে পাশ্ববর্তী নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মত্যু হয়। 

নেছারাবাদ থানার ওসি আবি র মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি