রাঙামাটিরতে পাহাড়ীদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় আটক ৭
প্রকাশিত : ১৭:১৮, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৩, ৩ জুন ২০১৭
রাঙামাটির লংগদুতে পাহাড়ীদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আটক করা হয়েছে ৭ জনকে। এদিকে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়ীরা এখনো ঘরে ফেরেনি। ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন।
একদিন পেরোলোও এলাকায় ফিরতে ভয় পাচ্ছে রাঙামাটির লংগদুর আদিবাসীরা। দু’একটি পরিবার এলাকায় ফিরলেও বেশিরভাগ লোকজন এখনও জঙ্গলে এবং আশেপাশে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
প্রায় বিরান ভূমিতে পরিণত হয়েছে লংগদু এলাকা। আগুনে আড়াইশ’রও বেশি ঘরবাড়ি পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
এদিকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারশ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ
সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে ১৪৪ ধরা প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গত বৃহস্পতিবার লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকা থেকে উদ্ধারের পর পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আরও পড়ুন