ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেয়াজপুরে সম্পত্তির বিরোধের জেরে হামলা, গুলিবিদ্ধ ১

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৯, ১৪ মার্চ ২০২১ | আপডেট: ০০:০০, ১৫ মার্চ ২০২১

হামলায় গুলিবিদ্ধ ফরহাদ হোসেন

হামলায় গুলিবিদ্ধ ফরহাদ হোসেন

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ফরহাদ হোসেন (৩০) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত ফরহাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নেয়াজপুর ইউনিয়নের শাহপুর কদমতলী গ্রামের সামছুল হুদার ছেলে। 
 
প্রত্যক্ষদর্শী এক তরুণ জানান, সাহপুর কদমতলীর মৃত ওয়াহেদ আলীর ছেলে মহিউদ্দিন মোহনের সাথে তার আপন চাচা সামছুল হুদার সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ সম্পত্তি থেকে শনিবার মাটি কাটা ও ভরাট নিয়ে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মোহনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল খেলার মাঠে ফরহাদের উপর অতির্কিতে হামলা চালায়, বেধড়ক মারধর করে এবং গুলি করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী
উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পর সেখানেও মোহনের লোকজন হাসপাতালে এসে দ্বিতীয় দফা মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। এরপর পুলিশের সহায়তায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ফরহাদ চিকিৎসাধীন রয়েছেন। 

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, এ বিষয়ে আমরা দেখছি ঘটনার পরপরই খবর পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। ওই ছেলের শরীরে ৩টি স্পিন্টার গুলি বিদ্ধ হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি