ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ১৫ মার্চ ২০২১ | আপডেট: ১১:০৪, ১৫ মার্চ ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫৮) নামে এক প্রৌঢ় ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-২৩ (৩) ২১। 

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামের আকিমুদ্দীন সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, গত শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলা করছিলো। এসময় তাকে একা পেয়ে বৃদ্ধ আব্দুর রাজ্জাক তার পরণের জামা-প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটির চিৎকারে পাশের লোকজন ছুটে আসলে বৃদ্ধ আব্দুর রাজ্জাক দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ওই দিন রাতে আব্দুর রাজ্জাককে আটক করে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করে। 

রোববার (১৪ মার্চ) তাকে সাতক্ষীরা জেলা আদালতে প্রেরণ করা হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি