ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৭, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে ডুবে ৩য় শ্রেণীর ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নূসরাত (৯) ও সামিয়া (৯)। এ ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ীর পাশের পুকুরে।

নিহত দুই শিক্ষার্থীই লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও দিন মুজুর নজরুল মিয়ার মেয়ে ও নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। এদিকে দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, সোমবার সকাল ১০টায় দুই শিক্ষার্থী তাদের পিতা-মাতাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক দূর থেকে পথচারীরা শিশু দুটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি