ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে ৩ ভাইবোনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ১৬ মার্চ ২০২১

কক্সবাজারের চকরিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকার জাকের হোসেন মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আকস্মিক এ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় থাকা জাকের হোসেন মিস্ত্রির ১২ বছরের ছেলে জাহেদুল ইসলাম এবং তার ছোট দুই বোন ১০ বছরের মীম আক্তার ও  ৮ বছরে মিতু মণি দগ্ধ হয়ে মারা যায়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। সেমি পাকা বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। তবে অন্যরা বাঁচলেও তিন শিশুর ঘুমিয়ে থাকা কক্ষটির চারদিকটা আগুনে ঘিরে ফেলায় তারা বাঁচতে পারেনি। অন্যকক্ষে যারা ছিলেন তারা প্রাণে বেঁচে যান। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে না পারায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম। তিনি জানান, অগ্নিকাণ্ডে তিনটি শিশু পুড়ে মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে রয়েছি।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি