ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে দুইজন নিহত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৯, ১৬ মার্চ ২০২১

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন।নিহতরা হলেন, জামালপুর সদর থানা এলাকার সোহাগ ও সুমন।

পুলিশ জানায়,  টঙ্গীর চেরাগআলী এলাকার স্পীডওয়েল সিএনজি পাম্পের সামনে গত তিনদিন আগে থেকে ৩৩ হাজার ভোল্টের অকেজো টাওয়ারের তার খোলার কাজ চলছিল।   

আজ দুপুরে ১৪/১৫ জন শ্রমিক স্টিলের বড় টাওয়ারের তার খোলার জন্য কাজ করছিলেন। এসময় তিনজন শ্রমিক টাওয়ারের উপরে ওঠে কাজ শুরু করে এবং নিচ থেকে বাকিরা তার টানে। 

এরই মধ্যে হঠাৎ স্টিলের টাওয়ারটি দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে। এতে টাওয়ারের উপরে থাকা তিন জন শ্রমিকই টাওয়ারের নিচে পরে যায় এবং ঘটনাস্থলেই সোহাগ নামে একজন নিহত হন।অপর দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার  জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে সুমন নামে আরো একজন শ্রমিক নিহত হন। 

গুরুতর আহত সাইফুল ইসলাম নামের একজন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি