চুয়াডাঙ্গায় ইউএনও’র উপর হামলা : গ্রেফতার ৪
প্রকাশিত : ১৪:৫৭, ১৭ মার্চ ২০২১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের উপর হামলা ও ট্রাক্টরের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়। পরে রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের মৃত তোফাজ্জেল মণ্ডলের ছেলে তবিবর রহমান মণ্ডল (৫০), শুকুর আলীর ছেলে জয়নাল হোসেন (৩০), হাসাদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহানুর রহমান (২৬) এবং নতুন চাকলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে নয়ন হোসেন (২৫)।
তাদের আজ (বুধবার) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ওহিদুল বিশ্বাস নামে একজন বাইসাইকেল চালক নিহত হয়। পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তার উপর হামলা চালায়। এতে রক্তাক্ত জখম হন তিনি।
রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রীয় কাজে বাঁধা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়া একটি হত্যা মামলা দায়ের করেন ট্রাক্টরের ধাক্কায় নিহত ওহিদুল বিশ্বাসের পরিবার।
এএইচ/এসএ/
আরও পড়ুন