ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নিখোঁজের ১২ ঘণ্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ১৭ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর বাঁশঝাড় থেকে তাফসিয়া বেগম (৯) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে সরাইল থানা পুলিশ।

তাসফিয়া নোয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সে সদর ইউনিয়নের সৈয়দটুলা নোয়াহাটি গ্রামের আব্দুল কাদিরের মেয়ে। 

আটককৃতরা হল- একই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রিভি আক্তার ঋতু (২০), জামির মিয়া (১৯) ও হোসেন মিয়া।

তাফসিয়ার পিতা আব্দুল কাদির জানান, মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল তাফসিয়া। এলাকায় রাতে মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে (বুধবার) পাশের বাড়ির বাঁশঝাড়ের ঝোপ থেকে তাফসিয়ার লাশ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মোঃ নাজমুল আলম বলেন, সত্য ঘটনা উদঘাটনের জন্য আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 

সরাইল সার্কেলের এএসপি মোঃ আনিছুর রহমান বলেন, প্রকৃত দোষীরা যাতে মামলা থেকে বাদ না যায় এবং নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, গ্রেফতারকৃত ৩ জনের মধ্যেই হত্যার সাথে কেউ জড়িত থাকতে পারে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি