ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটির লংগদুতে ক্ষতিগ্রস্ত পাহাড়ীরা বাড়িতে ফিরতে শুরু করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৪ জুন ২০১৭

রাঙ্গামাটির লংগদুতে আশপাশের গ্রাম ও মন্দিরে অবস্থান নেয়া ক্ষতিগ্রস্ত পাহাড়ীরা বাড়িতে ফিরতে শুরু করেছে। গেলো রাত থেকে তারা বাড়ি ফিরতে শুরু করে।
রাতেই প্রত্যাহার করে নেয়া হয় ১৪৪ ধারা। পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো চারশ জনকে আসামি করে মামলা করে পুলিশ। যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের মৃতদেহ দীঘিনালার চারমাইল এলাকা থেকে উদ্ধারের পর পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগদের প্রতিবাদে, আগামীকাল রাঙামাটিতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি