ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারী সেজে মাদক পাচারের সময় ২ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ১৭ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোরকা পড়ে নারী সেজে মাদক পাচারের সময় ইমরান মিয়া-(২৫) ও মো. সবুজ-(২০) মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে থানার পুলিশ। বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান মিয়া নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ার জুয়েল মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই এলাকার শরীফ মিয়ার ছেলে। এসময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোডের ইকোনো বাস কাউন্টারের সামনে বোরকা পরা এক নারী ও এক যুবককে আটক করা হয়।

পরে তাদেরকে তল্লাশী করে বোরকা পরা ইমরানের  কাছ থেকে ৪৩ বোতল ও সবুজের ব্যাগ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
তিনি বলেন, বোরকা পড়া ইমরানের পায়ে আলতা, মেয়েদের জুতা ছিলো। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি