নাটোরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নিহত
প্রকাশিত : ১৩:৪৫, ১৮ মার্চ ২০২১
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী (৫০) নিহত হয়েছে। ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি একজন পাগল এবং দীর্ঘদিন ধরে তাকে রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে।
রেল স্টেশনমাস্টার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত সাড়ে তিনটার দিকে নাটোর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় অজ্ঞাত ওই মানসিক প্রতিবন্ধী কাটা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধী। তবে তিনি তার পরিচয় জানাতে পারেননি।
এএইচ/এসএ/
আরও পড়ুন