ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ১৮ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নরসিংদীতে শাওন মিয়া (১৫) নামে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিতার ইজিবাইক নিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর ওই ছাত্রের লাশ পাওয়া গেল। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ধারণা ইজিবাইক ছিনতাইর জন্য শাওনকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর এলাকার কামারগাঁও কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাওন মিয়া নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া মহল্লার ভাড়াটিয়া হাইওর মিয়ার ছেলে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শহরের মীর এমদাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাওন মিয়া পড়াশোনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতো। বুধবার দুপুরের খাবার শেষে বিকাল ৩টায় বাবার ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি শাওন। বিভিন্ন স্থানে খোজাখুঁজির পরও তার খোঁজ মিলেনি। 

পরে আজ বৃহস্পতিবার সকালে কামারগাঁও কবরস্থানের পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনেরা শাওনের মরদেহ শনাক্ত করে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি