ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১৯ মার্চ ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শাহজাদপুরের হাইলঘাটি এলাকায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গেলে ভিতরে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

নিহতরা হলো- শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আজগার আলীর ছেলে সাকিব (১৭), আজাদ হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শক্তিপুরের আমজাদ আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক আশিক (২০)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাত ৩টার দিকে একটি সিএনজি অটোরিক্সা তাড়াশের শাহ জিন্দানী (রঃ) এর ওরশ শরীফে যাচ্ছিল। সিএনজিটি বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের শাহজাদপুরের হাইলঘাটি এলাকার পৌঁছলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর ভিতরে থাকা ৩ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ভোরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ লাশগুলো ও গাড়িটি উদ্ধার করে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি