ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেড়াতে এসে গণধর্ষিত পোশাক শ্রমিক, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৭, ১৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে বান্ধবীর বাসায় বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী পোশাক শ্রমিক। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- সুমন মিয়া ও বাড়ির কেয়ারটেকার বাবুল মিয়া। এছাড়াও মো. মুন্না ও সহযোগিতার অভিযোগে বাড়ির অন্য কেয়ারটেকার মো. দুলুকে মামলায় আসামি করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. গোলাম সারোয়ার জানান, ধর্ষণের শিকার নারী পোশাক শ্রমিক  শ্রীপুরে মাওনা এলাকায় তাঁর বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ ঘুম থেকে ডেকে তুলে অন্য একটি কক্ষে তাকে আটকে রাখে বাড়ির কেয়ারটেকার। পরে অভিযুক্তরা তাকে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষণ করেন। 

এ ঘটনায় অপর আসামিদেরও গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি