তেলিখালী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসু উদ্দিন নির্বাচিত
প্রকাশিত : ১৬:৫১, ১৯ মার্চ ২০২১
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/rrrrrr-2103191051.jpg)
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শামসু উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। শুক্রবার প্রার্থীতা বাছাই। যে সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সে সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ৩নং তেলিখালী ইউনিয়নে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসু উদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ৩ জনের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন ১৩ জন এবং ৯টি ওয়ার্ডে ৯ জন (পুরুষ) সাধারণ সদস্যের বিপরিতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৪ জন।
আরকে//
আরও পড়ুন