ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৮, ১৯ মার্চ ২০২১

বাগেরহাটের রামপালে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আশিকুজ্জামান তুফান(৩৩), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে আশিককে আটক করে র‌্যাব-৬ খুলনার সদস্যরা। এসময় আশিকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব সদস্যরা। 

আটক আশিক খুলনা জেলার কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের জিএম আব্দুর রশিদের ছেলে। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. আশিকুজ্জামান তুফানকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি