ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ২০ মার্চ ২০২১

সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘুরিয়া নামক স্থানে মাটি বহনকারী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক ফিরোজ জোয়ার্দার (৩২) নিহত হয়েছেন। সে অনলাইন নিউজ পোর্টাল এবি ৭১টিভি চ্যানেল ও বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার (১৯ মার্চ) দুপুর একটার দিকে সদর উপজেলার ছয়ঘুরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইট ভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত ফিরোজ জোয়ার্দার কলারোয়া উপজেলা গদখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন ভোলার ছেলে। এছাড়াও কলারোয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছিলেন ফিরোজ। 

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার সহকারি পুলিশ পরিদর্শক মেহেদি হাসান জানান, ঘটনাস্থল থেকে মাটি বহনকারী ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি