ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে আগুনে ১০ ঝুট গোডাউন, ৪ বসতঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৮, ২০ মার্চ ২০২১

গাজীপুরের কোনাবাড়ি এলাকার দুটি স্থানে আগুন লেগে পুড়ে গেছে ১০টি ঝুটের গোডাউন, ৪টি বসতঘর ও ৫টি দোকান। 

শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনে। এই সময় আগুনে পুড়ে যায় ১০টি ঝুটের গোডাউন। আমবাগ এলাকায় অগ্নিকাণ্ডের আরেকটি ঘটনায় পুড়ে গেছে চারটি বসতঘর ও পাঁচটি দোকান। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি