ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ২০ মার্চ ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২০ মার্চ) সকালে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্তরে ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে দেশে আর যেন কোন সংখ্যালঘুর উপর হামলার ঘটনা না ঘটে সেই জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডভোকেট গনেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, যুগ্ন সম্পাদক গনেশ মিত্র, সিপিবি সভাপতি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট উজির আলী শেখ প্রমুখ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি