ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪০, ২০ মার্চ ২০২১

রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার

রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৭৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। শনিবার দুপুরে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রয়ন কেন্দ্রের পাশে লেউটি হাড়ি পুকুর থেকে মূর্তিটি পাওয়া যায়। 

স্থানীয়রা জানায়, শনিবার সকালে লেউটি হাড়ি পুকুর খনন কাজ চলাকালে শ্রমিকরা মূর্তিটি খেতে পায়। এসময় স্থানীয় লোকজনও মূর্তিটি দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মুর্তিটি উদ্ধার করে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি তবে এটি কষ্টিপাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। মূর্তিটির ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি